ইউক্রেন যুদ্ধে যতটা শক্তি প্রয়োগ করেছে রাশিয়া

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ জুলাই ২০২২, ০৯:১৪ এএম

ইউক্রেনের ‘বিশেষ অভিযানে’ রাশিয়া খুব সামান্য শক্তিই প্রদর্শন করেছে বলে মন্তব্য করেছেন মুখপাত্র দিমিত্রি পেসকভ।
শুক্রবার ক্রেমলিনের মুখপাত্র এই মন্তব্য করেন।
এর আগে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট পশ্চিমাদের হুমকি দিয়ে বলেন, মস্কো কোনো রাগঢাক ছাড়াই ইউক্রেনে অভিযান শুরু করেছে। যুদ্ধক্ষেত্রে রাশিয়াকে পরাজিত করতে পশ্চিমাদের চ্যালেঞ্জ জানান তিনি।
রাশিয়ার প্রেসিডেন্ট অভিযোগ করে বলেন, একজনও ইউক্রেনীয় বেঁচে থাকা পর্যন্ত পশ্চিমারা আমাদের সঙ্গে যুদ্ধ করতে চায়। রাশিয়া তাদের স্বাগত জানায় মন্তব্যে করে তিনি বলেন, এটা কেবল ইউক্রেনীয়দের দুঃখ বাড়াবে।
পুতিন বলেন, আজকে আমরা শুনছি যুদ্ধক্ষেত্রে তারা আমাদের পরাজিত করতে চায়। এখানে আমরা যেটা বলতে পারি তা হলো- তারা চেষ্টা করে দেখুক।
তিনি আরও বলেন, রাশিয়ার শক্তি অনেক বেশি। ইউক্রেনে ‘বিশেষ অভিযানে’ খুব সামান্য শক্তি ব্যবহার করা হয়েছে।
সূত্র: আলজাজিরা