Logo
Logo
×

আন্তর্জাতিক

‘পশ্চিমারা যুদ্ধক্ষেত্রে রাশিয়াকে হারাতে চায়? চেষ্টা করুক’

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২২, ০৭:৫৩ পিএম

‘পশ্চিমারা যুদ্ধক্ষেত্রে রাশিয়াকে হারাতে চায়? চেষ্টা করুক’

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিমাদের প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। 

তিনি বলেছেন পশ্চিমারা যুদ্ধক্ষেত্রে রাশিয়াকে হারাতে চায়?, যদি পারে তাহলে যেন রাশিয়াকে যুদ্ধক্ষেত্রে হারায়।

তাছাড়া ইউক্রেন যুদ্ধের মাধ্যমে বিশ্বের ক্ষমতার বিকেন্দ্রীকরণ হয়েছে বলেও দাবি করেন রুশ প্রেসিডেন্ট। 

পুতিন আরও বলেছেন, রাশিয়া ইউক্রেনে যুদ্ধ মাত্র শুরু করেছে। তবে রাশিয়া শান্তি আলোচনায় বসতে প্রস্তুত আছে বলেও জানিয়েছেন তিনি। 

রাশিয়ার সংসদীয় নেতাদের সঙ্গে একটি বৈঠকে পশ্চিমাদের কঠোর সুরে বার্তা দেন পুতিন। 

তিনি তার বক্তব্যে বলেন,  আমরা আজ শুনছি তারা আমাদের যুদ্ধক্ষেত্রে হারাতে চায়। আপনারা কি বলতে পারেন? তারা চেষ্টা করুক?।

পুতিন আরও বলেন, আমরা বেশ কয়েকবার শুনেছি পশ্চিমারা চায় শেষ ইউক্রেনীয় জীবিত থাকা পর্যন্ত আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে। এটা ইউক্রেনীয় জনগণের জন্য ট্র্যাজেডি। কিন্তু দেখে মনে হচ্ছে সব কিছু এমন কিছুর দিকেই যাচ্ছে। 

অন্যদিকে শান্তি আলোচনার ব্যাপারে পুতিন বলেন, একই সময়ে, আমরা শান্তি আলোচনার বিষয়টি উড়িয়ে দিচ্ছি না। কিন্তু যারা আলোচনা করতে চায় না, তাদের জেনে রাখা উচিত এটি যত দূর যাবে, আমাদের সঙ্গে আলোচনার বিষয়টি ততই কঠিন  হয়ে যাবে। 

সূত্র: আল জাজিরা

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম