Logo
Logo
×

আন্তর্জাতিক

আনন্দে আত্মহারা রাশিয়ার রাজনীতিবীদরা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২২, ০৯:১২ পিএম

আনন্দে আত্মহারা রাশিয়ার রাজনীতিবীদরা

রাশিয়ার রাজনীতিবীদরা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের পতনের বিষয়টি নিয়ে বেশ খুশি হয়েছে। তারা রীতিমতো বরিসের পদত্যাগের বিষয়টি উদযাপন করছেন। 

রাশিয়ার একজন ধনকুবের বরিসকে ‘স্টুপিড ক্লাউন’ হিসেবে অভিহিত করেন।

রাশিয়ার রাজনীতিবীদরা দাবি করছেন, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে অস্ত্র সহায়তা দেওয়ার পুরস্কার পেয়েছেন বরিস জনসন। 

রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকোভ বিদায়ী প্রধানমন্ত্রী সম্পর্কে বলেন, সে আমাদের পছন্দ করে না। আমরাও তাকে পছন্দ করি না।

রাশিয়ার ধনকুবের ওলেগ দেরিপাসকা টেলিগ্রামে বলেছেন, একজন ‘স্টুপিড ক্লাউনের’ এটি ‘লজ্জাজনক বিদায়।’  ইউক্রেন যুদ্ধে যে হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করেছে তাদের মৃত্যু তার বিবেককে তাড়না দেবে। 

রাশিয়ার সংসদের নিম্ন কক্ষের স্পিকার ভায়াচেসলাভ ভোলোদিন বলেছেন, ‘ক্লাউন বিদায় নিচ্ছে।’

তিনি আরও বলেন, যারা ইউক্রেনের শেষ মানুষ জীবিত থাকা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে চায়, বরিস হলো তাদের একজন। ইউরোপীয় নেতাদের বোঝা উচিত এরকম নীতি গ্রহণ করলে অবস্থা কি হয়। 

সূত্র: আল জাজিরা

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম