Logo
Logo
×

আন্তর্জাতিক

বরিস জনসনের পদত্যাগ, যা বললেন জেলেনস্কি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২২, ০৮:১৫ পিএম

বরিস জনসনের পদত্যাগ, যা বললেন জেলেনস্কি

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন পদত্যাগ করার পর বিষয়টি নিয়ে কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি।

গণমাধ্যম সিএনএনকে নিজেরে প্রতিক্রিয়া জানাতে গিয়ে জেলেনস্কি বলেন, ‘ইউক্রেনের সত্যিকারের বন্ধু ছিল বরিস।’

তিনি আরও জানান, তার দৃঢ় বিশ্বাস বরিস জনসন পদত্যাগ করলেও, ইউক্রেনকে যুক্তরাজ্য যেভাবে সহায়তা করে যাচ্ছিল সেই সহায়তা অব্যহত থাকবে। এই সহায়তার মধ্যে কোনো পরিবর্তন আসবে না। 

জেলেনস্কি বরিস জনসন সম্পর্কে আরও জানান, প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে থাকা সম্পর্ক থেকে অনেক কিছু পেয়েছে ইউক্রেন। যার মধ্যে রয়েছে দ্রুত সময়ের মধ্যে শক্তিশালী সামরিক সাহায্য। 

এদিকে নিজের পদত্যাগের সময়ও ইউক্রেন ইস্যু নিয়ে কথা বলেছেন বরিস জনসন। 

তিনি জানিয়েছেন, যতক্ষণ পর্যন্ত ইউক্রেন তাদের পূর্ণ স্বাধীনতা ফিরে না পাচ্ছে ততক্ষণ তারা ব্রিটেন অর্থাৎ যুক্তরাজ্য তাদের হয়ে লড়াই করে যাবে। 

এ ব্যাপারে বরিস জনসন বলেন, এবার আমি ইউক্রেনের মানুষের উদ্দেশে কিছু বলতে চাই। আমি জানি যুক্তরাজ্যে থাকা আমরা আপনাদের জন্য লড়াই চালিয়ে যাব যতক্ষণ আপনারা স্বাধীনতা ফিরে না পাচ্ছেন। 

সূত্র: সিএনএন 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম