Logo
Logo
×

আন্তর্জাতিক

বরিস জনসনকে রাশিয়ার খোঁচা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২২, ০৭:৪৩ পিএম

বরিস জনসনকে রাশিয়ার খোঁচা

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের পতন হলো। তিনি বৃহস্পতিবার যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির প্রধানের পদ থেকে পদত্যাগ করেন।

বিভিন্ন ব্রিটিশ গণমাধ্যম জানিয়েছিল নিজ দলের সদস্যদের তোপের মুখে পড়া বরিস জনসন প্রধানমন্ত্রিত্ব ছেড়ে দেওয়ারও ঘোষণা দিতে পারেন। তবে তিনি নতুন নেতা নির্বাচিত না হওয়ার আগ পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব চালিয়ে যাওয়ার কথা জানান। 

আর এমন সময় তাকে খোঁচা দিয়ে কথা বলেছে রাশিয়া। 

রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকোভ বৃহস্পতিবার যুক্তরাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং বরিস জনসনের প্রধানমন্ত্রিত্ব নিয়ে কথা বলেন।

দিমিত্রি পেসকোভ বলেছেন, আমরা আশা করি গ্রেট ব্রিটেনে (যুক্তরাজ্যে) একদিন এমন একজন ব্যক্তি ক্ষমতায় আসবেন যার আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকবে। কিন্তু এ মুহূর্তে এমন কোনো আশা নেই। 

বরিস জনসনকে নিয়ে রাশিয়ার শক্তিশালী এ কর্মকর্তা বলেন, বরিস জনসন আমাদের পছন্দ করে না। আমরাও বরিস জনসনকে পছন্দ করি না। 

এদিকে রাশিয়া ইউক্রেনে হামলা করার পর যে কজন বিশ্ব নেতা ইউক্রেনের পক্ষে সরব ভূমিকা পালন করেছেন তার মধ্যে অন্যতম হলেন বরিস জনসন। 

যখন ইউক্রেনে চরম অনিশ্চয়তা চলছিল ঠিক তখনই রাজধানী কিয়েভে গিয়ে প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির সঙ্গে দেখা করে সকলকে চমকে দিয়েছিলেন বরিস জনসন। 

সূত্র: আল জাজিরা 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম