Logo
Logo
×

আন্তর্জাতিক

১৩৩ দিনের মধ্যে প্রথমবারের মতো ‘যে দাবি করল না’ রাশিয়া

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২২, ০৭:০২ এএম

১৩৩ দিনের মধ্যে প্রথমবারের মতো ‘যে দাবি করল না’ রাশিয়া

যুদ্ধ নিয়ে কাজ করে এমন একটি সংগঠন জানিয়েছে, বর্তমানে ইউক্রেনে খুব সম্ভবত নিজেদের অভিযান বন্ধ রেখেছে রাশিয়া। 

ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার নামে সংগঠনটি বুধবার জানিয়েছে, রাশিয়া বুধবার ইউক্রেনের কোনো অঞ্চল দখল করার কোনো দাবি জানায়নি।

ইউক্রেনে হামলা করার পর ১৩৩ দিনের মধ্যে প্রথমবারের মতো ইউক্রেনের কোনো অঞ্চল দখল করার কথা জানানো হয়নি রাশিয়ার পক্ষ থেকে। 

ওয়াশিংটন ভিত্তিক সংগঠনটি বলেছে, নিজেদের সংগঠিত করতে রাশিয়া খুব সম্ভবত হামলা থামিয়েছে।

তারা আরও বলেছে, রাশিয়ার সেনারা খুব সম্ভবত ছোট আক্রমণের দিকে মনোনিবেশ করছে। বড় আক্রমণের প্রস্তুতি হিসেবে নিজেদের সামরিক শক্তির বৃদ্ধি করার পরিকল্পনার অংশ হিসেবে রুশ কমান্ডাররা এমন সিদ্ধান্ত নিয়েছেন। 

এদিকে কয়েকদিন আগে দোনবাসের লুহানেস্ক দখল করে রাশিয়া। এখন তাদের লক্ষ্য দোনেৎস্ক দখল করবে। 

বর্তমানে দোনেৎস্কের ৪৫ ভাগ দখল আছে ইউক্রেনের হাতে। এই বড় অংশ দখল করতে রুশ সেনাদের বড় ধরনের আক্রমণ চালাতে হবে। 

সূত্র: আল জাজিরা

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম