Logo
Logo
×

আন্তর্জাতিক

স্লোভিয়ানেস্কে রুশ বাহিনীর ব্যাপক গোলাবর্ষণ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২২, ১২:৫৩ পিএম

স্লোভিয়ানেস্কে রুশ বাহিনীর ব্যাপক গোলাবর্ষণ

দোনবাসের দোনেৎস্কের স্লোভিয়ানেস্ক শহরটি দখল করতে হামলা চালানো শুরু করেছে রাশিয়া। 

স্লোভিয়ানেস্ক শহরের মেয়র ভাদিম লায়াখ ফেসবুক পোস্টে বলেন, স্লোভিয়ানেস্ক! শহরে ব্যাপক গোলাবর্ষণ। কেন্দ্র, দক্ষিণ, সবাই নিরাপদ আশ্রয় নিন।

স্লোভিয়ানেস্কের মেয়র পরবর্তীতে জানান, রুশ সেনারা সিটি মার্কেট লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে।

তিনি টেলিগ্রামে বলেন, যেখানে বেসামরিক লোকরা জড়ো হয়ে সেখানে আরেকবার ইচ্ছাকৃতভাবে হামলা চালিয়েছে রাশিয়া। এটি সুস্পষ্ট জঙ্গিবাদ।

তিনি শহরটিতে থাকা সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে চলে যেতে অনুরোধ করেন।
এদিকে শহরটিতে রুশ বোমা হামলায় মঙ্গলবার দুইজন নিহত হন। 

দোনেৎস্কের গভর্নর পাভলো কায়রালেঙ্কো টেলিগ্রামে জানান এ তথ্য।

দোনবাসের লুহানেৎস্ক দখল করার পর এখন দোনেৎস্কের দিকে নজর দিয়েছে রাশিয়া। দোনেৎস্কেরই সম্মুখভাগের শহর স্লোভিয়ানেস্ক। 

এর আগে ২০১৪ সালে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা স্লোভিয়ানেস্কে হামলা চালিয়েছিল। তারা প্রায় চার মাস শহরটি দখলও করে রেখেছিল।

কিন্তু পরবর্তীতে ইউক্রেন স্লোভিয়ানেস্ক পুনর্দখল করতে সমর্থ হয়। কিন্তু প্রায় ৮ বছর পর ফের শহরটি দখল করার চেষ্টা করছে রাশিয়া এবং রুশপন্থিরা। 

সূত্র: আল জাজিরা

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম