Logo
Logo
×

আন্তর্জাতিক

‘পুতিনের নির্ধারিত লক্ষ্য অর্জিত হওয়ার আগ পর্যন্ত অভিযান চলবে’

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২২, ১২:৪৯ পিএম

‘পুতিনের নির্ধারিত লক্ষ্য অর্জিত হওয়ার আগ পর্যন্ত অভিযান চলবে’

যতক্ষণ প্রেসিডেন্ট পুতিনের নির্ধারিত লক্ষ্য অর্জিত না হবে ততক্ষণ ইউক্রেনে রাশিয়ার ‘বিশেষ সামরিক অভিযান’ চলবে।

মঙ্গলবার রুশ প্রতিরক্ষার মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে এমন মন্তব্য করেন প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু।

তিনি আরও জানিয়েছেন, তাদের প্রধান কাজ হলো রুশ সেনা-অফিসারদের জীবন রক্ষা ও বেসামরিক মানুষদের নিরাপত্তা নিশ্চিত করা। 

প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সোইগু বলেছেন, বিশেষ সামরিক অভিযান চলবে সুপ্রিম কমান্ডার অব চিফের (পুতিনের) নির্ধারিত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত।

তাছাড়া ইউক্রেনে পশ্চিমাদের অস্ত্র পাঠানোর বিষয়েও কথা বলেছেন সোইগু। তিনি বলেছেন, ইউক্রেনে এখন পর্যন্ত ২৮ হাজার টন কার্গো এসেছে, যেগুলোতে অস্ত্র ছিল।

রুশ প্রতিরক্ষামন্ত্রী অস্ত্র নিয়ে একটি বিস্ফোরক মন্তব্যও করেছেন। তিনি বলেছেন, ইউক্রেনকে পাঠানো সব অস্ত্র ইউক্রেনে এসে পৌঁছায়নি। কিছু কিছু অস্ত্র চোরাকারবারীদের হাত ধরে মধ্যপ্রাচ্যে চলে গেছে।

তাছাড়া ইউক্রেনে অসংখ্য বিদেশী ভাড়াটে সেনাকে হত্যা করার দাবিও করেছেন রুশ প্রতিরক্ষামন্ত্রী। তিনি জানিয়েছেন, কিছু কিছু ভাড়াটে সেনা ইউক্রেন ছেড়ে পালিয়ে গেছেন। 

সূত্র: টাস নিউজ

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম