Logo
Logo
×

আন্তর্জাতিক

দুঃসময়ে আফগানিস্তানের অর্থ আটকের সমালোচনা ইরানের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ জুন ২০২২, ১২:৫৮ এএম

দুঃসময়ে আফগানিস্তানের অর্থ আটকের সমালোচনা ইরানের

ভূমিকম্পে আফগানিস্তানে ব্যাপক প্রাণহানির ঘটনায় দেশটির জনগণকে সমবেদনা জানিয়েছে ইরান।

একই সঙ্গে এই দুঃসময়ে আমেরিকায় জব্দ করা আফগানিস্তানের বিপুল অঙ্কের অর্থ কাবুলকে ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছে তেহরান।

জাতিসংঘে নিযুক্ত ইরানের উপস্থায়ী প্রতিনিধি জাহরা এরশাদি শুক্রবার নিউ ইয়র্কে দেয়া এক বক্তব্যে এ আহ্বান জানান। খবর তেহরান টাইমসের।

আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলে গত বুধবার দিবাগত মধ্যরাতে এক শক্তিশালী ভূমিকম্পে এ পর্যন্ত এক হাজারেরও বেশি মানুষ নিহত ও অন্তত দুই হাজার মানুষ আহত হয়েছেন।

ধ্বংসস্তূপের নিচে আরও বহু মানুষের চাপা পড়ে থাকার কারণে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কার জানিয়েছে তালেবান সরকার। ইরান এরই মধ্যে আফগানিস্তানের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যে ত্রাণবাহী বিমান পাঠিয়েছে।

ইরানের সিনিয়র কূটনীতিক এরশাদি আফগানিস্তানের ভূমিকম্প কবলিত এলাকাগুলোতে উদ্ধার ও ত্রাণ তৎপরতায় সহযোগিতা করতে এগিয়ে আসার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, যেসব দেশ মৌলিক আন্তর্জাতিক ও মানবিক আইন লঙ্ঘন করে আফগানিস্তানের অর্থ আত্মসাৎ বা জব্দ করেছে সেসব দেশের উচিত এই বিপদের সময়ে কাবুলকে সেসব অর্থ ফেরত দেওয়া।

জাতিসংঘে নিযুক্ত ইরানের উপস্থায়ী প্রতিনিধি জাহরা এরশাদি আফগানিস্তানের ভূমিকম্পের ক্ষতি ও দেশটির জনগণের দুর্দশার খবর ঠিকমতো প্রচার না করায় পশ্চিমা গণমাধ্যমগুলোর তীব্র সমালোচনা করেছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম