Logo
Logo
×

আন্তর্জাতিক

এবার রাশিয়ায় ইউক্রেনের গোলাবর্ষণ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২২, ০৬:৪৮ পিএম

এবার রাশিয়ায় ইউক্রেনের গোলাবর্ষণ

প্রতীকী ছবি

রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় ব্রায়ানস্কের গভর্নর আলেকজান্ডার বোগোমাজ বলেছেন, ইউক্রেনের ছোড়া গোলায় রাশিয়ার একটি সীমান্ত শহরের একজন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

আলেকজান্ডার বোগোমাজ টেলিগ্রামে এক পোস্টে বলেছেন সুজেমকা এলাকায় ইউক্রেনের ছোড়া গোলায় একজন ইলেকট্রিশিয়ান আহত হয়েছেন। গোলাগুলিতে একটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটি বিদ্যুৎ সঞ্চালন সুবিধা ধ্বংস হয়েছে বলেও তিনি দাবি করেছেন।

তিনি আরও বলেন, ইউক্রেনের সীমান্তবর্তী ব্রায়ানস্কে ওই হামলা স্থানীয় সময় সোমবার ভোরে চালানো হয়। 

আল জাজিরা অবশ্য এসব দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

এদিকে, রাশিয়ার জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জানিয়েছে, গত একদিনে রুশ বাহিনী উচ্চ-নির্ভুল ক্রুজ মিসাইল দিয়ে ইউক্রেনীয় বাহিনীর ওপর আক্রমণ চালিয়েছে। এতে জেনারেলসহ ৫০ জনের বেশি সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। 
 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম