Logo
Logo
×

আন্তর্জাতিক

‘ফিনল্যান্ডের ন্যাটোতে প্রবেশ আটকে রেখেছে তুরস্ক'

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২২, ০১:১৩ এএম

‘ফিনল্যান্ডের ন্যাটোতে প্রবেশ আটকে রেখেছে তুরস্ক'

ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সান্না মারিন বলেছেন, স্পেনের মাদ্রিদে আসন্ন ন্যাটো সামিটের আগে তুরস্কের সঙ্গে তারা কোনো ঐকমত্যে পৌঁছাতে না পারলে ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়টি থমকে যেতে পারে।

তুরস্ক বর্তমানে ফিনল্যান্ড-সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়টি আটকে রেখেছে বলে ফিনিশ প্রধানমন্ত্রী অভিযোগ করেন।

মঙ্গলবার তিনি বলেন, আমি মনে করি এ পর্যায়ে এগিয়ে যাওয়া আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। যদি আমরা মাদ্রিদ সামিটের আগে বিষয়গুলো সমাধান না করি, তা হলে বিষয়টি থমকে যাওয়ার ঝুঁকি থেকে যাবে। 

তিনি আরও বলেন, আমরা জানি না এটি কত সময়ের জন্য থমকে থাকবে, তবে আমার মনে হচ্ছে, এটি লম্বা সময়ের জন্য থমকে থাকবে।

মারিন বলেন, অবশ্যই আমরা সব বিষয় খুব গুরুত্ব সহকারে নিচ্ছি এবং আলোচনা করছি, তবে আমি এটিও মনে করি যে, এই পর্যায়ে সমাধান খোঁজার চেষ্টা করা তুরস্কের দায়িত্বও, মেরিন তার নর্ডিক প্রতিপক্ষদের সঙ্গে একটি যৌথ সংবাদ সম্মেলনে বলেছিলেন।

প্রসঙ্গত, রাশিয়া ইউক্রেনে হামলা করার পর ন্যাটোতে যোগ দেওয়ার জন্য আবেদন করে ফিনল্যান্ড ও সুইডেন। ন্যাটোর সব দেশ তাদের আমন্ত্রণ জানায়।  কিন্তু তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান সরাসরি বলেন, তারা এ বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছে না।  তুরস্কের দাবি, ফিনল্যান্ড-সুইডেন পিকেকে ও ওয়াইপেজের  মতো জঙ্গি দলগুলোকে মদদ দেয়। 

সূত্র: আল আরাবিয়া, দ্য গার্ডিয়ান।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম