Logo
Logo
×

আন্তর্জাতিক

পাবজি খেলতে বাধা, মাকে গুলি করে হত্যা করল তরুণ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৮ জুন ২০২২, ১০:৪২ পিএম

পাবজি খেলতে বাধা, মাকে গুলি করে হত্যা করল তরুণ

অনলাইন গেমে আসক্তির জেরে আত্মহত্যা ও খুনের ঘটনা নতুন নয়।  এবার পাবজি খেলতে বাধা দেওয়ায় ১৭ বছর বয়সী এক তরুণ গুলি করে হত্যা করেছে মাকে! ভারতের লখনৌতে এই ঘটনা ঘটে বলে গালফ নিউজ বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে। 

ওই তুরণ তার বাবার লাইসেন্স করা রিভলবার দিয়ে মাকে গুলি করে তার মৃতদেহ একটি কক্ষে আটকে রেখে এয়ার ফ্রেশনার ছড়িয়ে দেয় বলে গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে।

মাকে হত্যার পর ১০ বছর বয়সী ছোটবোনকে ভয় দেখিয়ে একটি কক্ষে তিনদিনের বেশি সময় ওই তরুণ আটকে রাখে। 

এরপর ওই তরুণ মা আত্মীয়ের বাসায় বেড়াতে গেছে জানিয়ে পার্টির আয়োজন করে বন্ধুদের বাড়িতে ডাকে। 

তবে, বাড়ি থেকে কটু গন্ধ পাওয়ায় প্রতিবেশীরা ওই তরুণের বাবাকে খবর দেয়। বাবা পুলিশকে জানালে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। 

এর আগে গত বছর পাকিস্তানের পাঞ্জাব প্রবেশে পাবজি খেলতে বাধা দেওয়ার মা ও তিন ভাইবোনকে গুলি করে হত্যা করেছিল ১৪ বছর বয়সী এক কিশোর। 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম