ইরাকে প্রচণ্ড ধূলিঝড়ে দম বন্ধ হয়ে কমপক্ষে একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫ হাজারেরও বেশি মানুষ।
এমতাবস্থায় সাধারণ মানুষকে ঘরের মধ্যে অবস্থান করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। খবর আনাদোলুর।
যাদের অ্যাজমা বা অন্য কোনো শ্বাসকষ্টজনিত রোগ আছে, তাদের একেবারেই বাড়ির বাইরে আসতে নিষেধ করা হয়েছে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, বুধবার রাত থেকে ইরাকের পশ্চিমাঞ্চলীয় মরুভূমি থেকে ওই ধূলিঝড় শুরু হয়েছে।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, শুধু বাগদাদ প্রদেশেই দুই হাজারেরও বেশি মানুষ শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ ছাড়া আনবার প্রদেশ এবং নাজাফ প্রদেশের কয়েক হাজার মানুষও ধূলিঝড়ের কবলে পড়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।