Logo
Logo
×

আন্তর্জাতিক

'যুদ্ধ ঘোষণা করতে যাচ্ছেন পুতিন', প্রতিক্রিয়ায় যা জানাল রাশিয়া

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২২, ০৯:৩২ এএম

'যুদ্ধ ঘোষণা করতে যাচ্ছেন পুতিন', প্রতিক্রিয়ায় যা জানাল রাশিয়া

যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের বরাত দিয়ে বেশ কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, ৯ মে ইউক্রেনের বিরুদ্ধে পরিপূর্ণ যুদ্ধের ঘোষণা দেবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 

বর্তমানে ইউক্রেনে ব্যাপক হামলা চালালেও এটিকে 'বিশেষ সামরিক অভিযান' বলে অভিহিত করে আসছে রাশিয়া। 

তবে খবর বের হয়েছে ৯ মে বিশেষ সামরিক অভিযানকে পরিপূর্ণ যুদ্ধ হিসেবে ঘোষণা দেবেন পুতিন। 

এমন খবরের জবাবে বুধবার সাংবাদিকদের রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেন, প্রেসিডেন্ট বিশেষ সামরিক অভিযানকে যুদ্ধ হিসেবে ঘোষণা করবেন এমন কোনো সম্ভাবনা নেই৷ এগুলো ননসেন্স (দায়িত্ব জ্ঞানহীন কথা বার্তা)। 

এদিকে ৯ মে রাশিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের বিজয়কে উদযাপন করে৷ এটি রাশিয়ার সবচেয়ে বড় জাতীয় ও রাষ্ট্রীয় উৎসব। 

দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান নাৎসিদের বিরুদ্ধে যুদ্ধ করে সোভিয়েত ইউনিয়ন (বর্তমান রাশিয়া)। এ যুদ্ধে তারা নাৎসিদের পরাজিত করে। 

রাশিয়ায় এ যুদ্ধকে সবচেয়ে বড় দেশাত্ববোধক যুদ্ধ হিসেবে বিবেচনা করা হয়৷ 

সূত্র: আল জাজিরা

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম