স্বামীর সঙ্গে ছবি পোস্ট করে ঈদের শুভেচ্ছা জানালেন মালালা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ মে ২০২২, ০৮:৩৩ পিএম
বিয়ের পর প্রথম ঈদ। এই দিনটি আলাদা ভাবেই উদযাপন করলেন নোবেলজয়ী মালালা ইউসুফজাই।
ঈদের দিনে সকলেই খুশির আমেজে মালালা অনুগামীদের জন্য পাঠালেন উৎসবের শুভেচ্ছা। নেটমাধ্যমে ভাগ করে নিলেন নতুন ছবিও।খবর ইন্ডিয়া টুডের।
ছবিতে মালালাকে দেখা গেল একেবারে অন্য রকম সাজে। স্বামী আসের মালিকের সঙ্গে উৎসবের মেজাজে ছবি তুলেছেন তিনি। দম্পতির মুখে হালকা হাসি।
২০২১ সালের ৯ নভেম্বর বিয়ে করেন মালালা। বিয়ের সময়ে স্বামীর সঙ্গে কয়েকটি ছবি দেখা গিয়েছিল। তবে সাধারণত তিনি নেটমাধ্যমে নিজের কাজের ছবিই শেয়ার করেন অনুগামীদের সঙ্গে। সমাজ সম্পর্কে কোনও বার্তা দেওয়ার থাকলে, তা-ই দেখা যায় মালালার ওয়েভসাইটের পাতায়।
শিফনের হলুদ সালোয়ার-কামিজে দেখা দিলেন নোবেলজয়ী। পাশে নীল পাঠান স্যুটে হাসিমুখে দাঁড়িয়ে আসের। এখন ইংল্যান্ডে থাকেন দম্পতি। সেখানেই সবুজ বাগানের মধ্যে তাদের ঈদের সাজ আরও উজ্জ্বল হয়ে উঠল।