Logo
Logo
×

আন্তর্জাতিক

সুখবর দিলেন মারিয়া শারাপোভা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২২, ০৩:৪৭ পিএম

সুখবর দিলেন মারিয়া শারাপোভা

সাবেক টেনিস তারকা মারিয়া শারাপোভা সুখবর দিয়েছেন। বুধবার তার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অন্তঃসত্ত্বা হওয়ার একটি ছবি প্রকাশ করে এ খবর জানান তিনি। খবর এনডিটিভি।

সৈকতের পাশে তার একটি বেবি বাম্পের ছবি প্রকাশ করে ক্যাপশনে শারাপোভা লেখেন— মূল্যবান শুরু! দুজনে জন্মদিনের কেক খাওয়া সবসময়ই বিশেষ।  

ব্রিটিশ ব্যবসায়ী আলেকজান্ডার গিলকেসের সঙ্গে সন্তান প্রত্যাশার খবরটি তিনি তার ৩৫তম জন্মদিনে প্রকাশ করলেন।

পাঁচবারের গ্র্যান্ডস্ল্যাম বিজয়ী শারাপোভা ২০২০ সালে টেনিস থেকে অবসর ঘোষণা করেন। তিনি ২০০৪ সালে ১৭ বছর বয়সে উইম্বলডন বিজয়ী হিসেবে খ্যাতি অর্জন করেন। এ ছাড়া অল ইংল্যান্ড ক্লাবের পবিত্র গ্রাস কোর্ট জয় করা তৃতীয়-কনিষ্ঠ খেলোয়াড় ছিলেন তিনি।

এর পর ২০০৫ সালে তিনি বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড়ের খ্যাতি অর্জন করেন এবং তার পরের বছর ইউএস ওপেনও জেতেন। কিন্তু ২০০৭ সালে কাঁধের সমস্যার কারণে দীর্ঘ সময়ের জন্য খেলা থেকে বিশ্রাম ও খেলায় ফেরার মধ্য দিয়ে যান তিনি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম