Logo
Logo
×

আন্তর্জাতিক

ফিলিস্তিনিদের নিয়ে পোস্ট ‘ব্লক’ করছে ইনস্টাগ্রাম, মার্কিন সুপার মডেলের দাবি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২২, ১০:২২ এএম

ফিলিস্তিনিদের নিয়ে পোস্ট ‘ব্লক’ করছে ইনস্টাগ্রাম, মার্কিন সুপার মডেলের দাবি

মার্কিন সুপার মডেল বেলা হাদিদ জানিয়েছেন, ফিলিস্তিনিদের ওপর ইসরাইলিদের বর্বরতা নিয়ে দেওয়া পোস্ট ব্লক করে দিচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম।

পবিত্র আল-আকসায় অবৈধ ইহুদি বসতকারী ও ইসরাইলি সেনারা ফিলিস্তিনিদের ওপর যে বর্বরোচিত হামলা চালিয়েছে তা নিয়ে একটি পোস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে তা ব্লক করে দেওয়া হয়। খবর আনাদোলুর।
 
ফ্যাশন ম্যাগাজিন হারপার্স বাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে  সুপার মডেল বেলা হাদিদ তার এ কথা জানান।

গত শুক্রবার জেরুজালেমে পবিত্র আল-আকসা মসজিদে মুসল্লিদের ওপর নির্বিচারে হামলা শুরু করে ইসরাইলি বাহিনী।

এতে নারী-শিশুসহ শতাধিক ফিলিস্তিনি আহত হন এবং অসংখ্য নিরপরাধ মুসল্লিকে গ্রেফতার করে নিয়ে যায় ইসরাইলি পুলিশ।

রোববার ইসরাইলি বাহিনীর ছত্রছায়ায় আল-আকসায় প্রবেশ করে জেরুজালেমে অবৈধ ইহুদি বসতিগুলোর সাত শতাধিক বাসিন্দা।

১৯৬৭ সালে আরব-ইসরাইল যুদ্ধের পর পূর্ব জেরুজালেম দখল করে নেয় ইসরাইল। আল-আকসা পূর্ব জেরুজালেমে অবস্থিত। ১৯৮০ সালে দখলদার ইসরাইলিরা জেরুজালেম দখল করে নেয়।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম