
প্রিন্ট: ১৬ এপ্রিল ২০২৫, ০১:০৬ পিএম
নৌকা ডুবে নাইজেরিয়ায় ২৯ জনের মৃত্যু

যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২২, ০৯:৩৯ এএম

প্রতীকী ছবি
আরও পড়ুন
নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের সোকোটো রাজ্যের একটি নদীতে একটি নৌকা ডুবে অন্তত ২৯ জনের মৃত্যু হয়েছে।ওই অঞ্চলের গভর্নরের বরাত দিয়ে ডয়েচে ভেলে এক প্রতিবেদনে এ খবর নিশ্চিত করেছে।
গভর্নর আমিনু তাম্বুওয়াল জানান, দুর্ঘটনায় নিহতদের মধ্যে পাঁচ শিশুও রয়েছে। নৌকাটি সাগরী নদীতে ৩৫ জন যাত্রী নিয়ে যাওয়ার সময় ডুবে যায়।ডুবুরিরা ছয়জনকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। নৌকাটির অধিকাংশ যাত্রীই ছিল নারী। তবে দুর্ঘটনার কারণ জানা যায়নি।
এর আগেও এই ধরনের দুর্ঘটনার জন্য নৌকায় ধারণ ক্ষমতার বেশি যাত্রী বহন এবং নিরাপত্তা নিয়মের অভাবকে দায়ী করা হয়েছে।