রেস্তোরাঁয় প্লেটের মধ্যে লাফিয়ে উঠল পরিবেশন করা মাছ!(ভিডিও)
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ এপ্রিল ২০২২, ০৪:০৭ এএম
জাপানের একটি রেস্তোরাঁয় পরিবেশন করা কাঁচা মাছ (সাশমী) প্লেটের মধ্যেই লাফিয়ে উঠেছে!
অবাক করা এ ভিডিও ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। খবর নিউজ এক্সপ্রেসের।
জাপানের এক রেস্তোরাঁয় গ্রাহকের পাতে পরিবেশন করা হয় মাছের একটি পদ। নুডলস, বাহারি সবজি এবং লেবুর টুকরোর সঙ্গে এই পদটি পরিবেশন করা হয়। কিন্তু চপস্টিক দিয়ে খাওয়া শুরু করতেই ঘটে গেল এক অভাবনীয় ঘটনা।
চপস্টিকের ছোঁয়াতেই মাছটি মুখ হাঁ করে উঠল। জাপানে কাঁচা মাছ খাওয়ার চল রয়েছে বটে, কিন্তু তাই বলে জ্যান্ত মাছ!
@তাকাহিরো৪৬০১ নামের এক নেটিজেন ইনস্টাগ্রামে এই ভিডিওটি আপলোড করেছেন। ভাইরাল হওয়া এই ভিডিওটি প্রায় ৭৮ লাখ মানুষ দেখেছেন।
ভিডিওতে দেখা যাচ্ছে, চপস্টিকটি মাছের মুখের সামনে যেতেই মাছটি মুখ হাঁ করে চপস্টিকটি কামড়ে ধরে। গোটা মাছটি কাঁচা অবস্থাতেই ছিল। ভিডিওটি দেখার পর হাজার হাজার মানুষ তাদের মতামত জানান।
একজন মন্তব্য করেন, ‘এই ধরনের উদ্ভট খাবার আমরা কেনই বা খেতে যাব?’