Logo
Logo
×

আন্তর্জাতিক

ইউক্রেনকে আরও ৩০০ মিলিয়ন ডলার সামরিক সহায়তা দিচ্ছে পেন্টাগন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২২, ০২:০১ এএম

ইউক্রেনকে আরও ৩০০ মিলিয়ন ডলার সামরিক সহায়তা দিচ্ছে পেন্টাগন

ছবি: সংগৃহীত

নিরাপত্তা সহায়তার হিসেবে ইউক্রেনকে অতিরিক্ত ৩০০ মিলিয়ন ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র। 

শুক্রবার পেন্টাগন এ সহায়তা ঘোষণা করে। খবর বিবিসির।

অর্থের সহায়তা প্যাকেজে থাকছে- লেজার ও নির্দেশিত রকেট সিস্টেম, অত্যাধুনিক ড্রোন, হামভি গাড়ি, রাতে দেখার চশমা, মেশিন গান এবং চিকিৎসা সামগ্রী।

প্রতিবেদনে বলা হয়েছে, পাঁচ সপ্তাহেরও বেশি আগে রাশিয়ার হামলা শুরুর পর এখন পর্যন্ত কিয়েভকে ১.৬ বিলিয়ন ডলার দিচ্ছে ওয়াশিংটন।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, ইউক্রেনের সশস্ত্র বাহিনীকে আরও সুসংহত করার জন্য একটি চুক্তি প্রক্রিয়ার শুরুর প্রতিনিধিত্ব করার জন্য ওয়াশিংটন এই সামরিক সহায়তা প্যাকেজ দিচ্ছে।

রুশ এবং বেলারুশিয়ান প্রতিরক্ষা, মহাকাশ এবং সামুদ্রিক খাতে ১২০টি সংস্থার ওপর শুক্রবার নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ।

বাণিজ্য সচিব জিনা রাইমন্দো বলেছেন, ভ্লাদিমির পুতিনের ইউক্রেন আক্রমণ করার সিদ্ধান্ত তার দেশ এবং অর্থনীতিকে বৈশ্বিক বাণিজ্য থেকে বিচ্ছিন্ন করেছে। শুক্রবারের পদক্ষেপ সেই বিচ্ছিন্নতাকে আরও এগিয়ে নিয়ে গেছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম