Logo
Logo
×

আন্তর্জাতিক

সদ্যোজাত সন্তানকে পাঁচবার গুলি করলেন বাবা!

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০২২, ০৮:২৬ পিএম

সদ্যোজাত সন্তানকে পাঁচবার গুলি করলেন বাবা!

প্রতীকী

ভারতীয় উপমহাদেশে ছেলে সন্তানকে মনে করা হয় আর্থিক নির্ভরতার প্রতীক। আর কন্যা সন্তানকে মনে করা হয় ‘বোঝা’।  তাই এই বাবা চেয়েছিলেন তার প্রথম সন্তান ছেলে হোক। কিন্তু মেয়ে হওয়ায় নিজের রাগ সামলাতে পারেনি তিনি। একবার কিংবা দুইবার নয়, পাঁচবার সদ্যোজাত সন্তানকে গুলি করেন তিনি।

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মিয়ানওয়ালি শহরে এই ঘটনা ঘটে বলে বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে। 

পাঞ্জাবের প্রাদেশিক পুলিশ জানায়, রোববার জান্নাত ফাতেমাকে গুলি করে হত্যা করে বাবা শাহজেব খান পালিয়ে যায়। স্থানীয় সময় বুধবার রাতে তাকে গ্রেফতার করে পুলিশ। 

মিয়ানওয়ালি পুলিশের মুখপাত্র জারার খান এএফপিকে জানান, শাহজেব খান ছেলে সন্তান চেয়েছিলেন। ছেলে না হওয়ায় ভীষণ রেগে যান তিনি। তার স্ত্রীও বিষয়টি নিশ্চিত করেছে। 

গত মাসেই পাকিস্তানের পেশোয়ারে এক নারী পুত্র সন্তানের গ্যারান্টি পেয়ে নিজের মাথায় পেরেক ঢুকিয়েছিলেন। 
 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম