Logo
Logo
×

আন্তর্জাতিক

পুতিনকে কঠিন মূল্য দিতে হবে: বাইডেন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ মার্চ ২০২২, ১১:৩৬ পিএম

পুতিনকে কঠিন মূল্য দিতে হবে: বাইডেন

স্টেট অব দি ইউনিয়ন ভাষণে রাশিয়ার উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

পুতিনকে উদ্দেশ্য করে বাইডেন বলেছেন, স্বৈরশাসকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা না নিলে তারা আরও বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে। খবর বিবিসির।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ন্যাটো এবং যুক্তরাষ্ট্র ইউক্রেনের পাশে আছে। ইতিহাসে দেখা গেছে— আগ্রাসী আচরণের কারণে স্বৈরশাসকরা যদি মূল্য না দেন, তা হলে তারা আরও বিশৃঙ্খলা তৈরি করবেন।

তিনি বলেন, কোনো রকম উসকানি ছাড়াই রাশিয়া পূর্ব-পরিকল্পিতভাবে ইউক্রেনে হামলা করেছে।

বাইডেন বলেন, ‘স্বাধীনতাকামী জাতিরা’ একজোট হয়ে আমেরিকার পাশে এসে দাঁড়িয়েছে।

ইউক্রেনের জনগণের প্রশংসা করে বাইডেন বলেন, তারা হচ্ছে 'শক্তিশালী প্রাচীরের' মতো, যেটি কেউ ধারণা করেনি।

ছয় দিন আগে পুতিন চেয়েছিল স্বাধীন পৃথিবীর ভিত্তি নাড়িয়ে দিতে। তিনি ভেবেছিলেন, তার মতো করে এটা বাঁকা করতে পারবে। কিন্তু তার হিসাব ছিল পুরোপুরি ভুল।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম