Logo
Logo
×

আন্তর্জাতিক

আফগানিস্তানে ‘গুম’ হওয়া নারীদের নিয়ে যা বলল তুরস্ক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২২, ১০:৪৫ এএম

আফগানিস্তানে ‘গুম’ হওয়া নারীদের নিয়ে যা বলল তুরস্ক

আফগানিস্তানে গত কয়েকদিন ধরে গুম হয়ে যাওয়া নারী অধিকার কর্মীদের নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে তুরস্ক।

গণমাধ্যম ডেইলি সাবাহ জানিয়েছে, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভুলুত কাভুসোগলু আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকিকে ফোন করেন।

আর এই ফোনে মুত্তাকির কাছে নিজেদের উদ্বেগের কথা জানায় তুরস্ক।

তাছাড়া মেয়েদের শিক্ষার গুরুত্ব সম্পর্কেও এ  দুজন  কথা বলেন।

ডেইলি সাবাহ আরো জানিয়েছে, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানে স্থিতিশীলতা আনতেও আমির খান মুত্তাকিকে অনুরোধ জানিয়েছেন।

এদিকে তালেবান যখন ১৯৯৬ সালে প্রথম ক্ষমতায় আসে তখন নারীদের ক্ষেত্রে বেশ কঠোরতা দেখায়। সে সময় নারীদের শিক্ষা ও কর্মক্ষেত্রে যাওয়া বন্ধ করে দিয়েছিল তারা।

তবে দ্বিতীয়বার ক্ষমতা দখলের পর তারা প্রতিজ্ঞা করেছে নারীদের  শিক্ষা ও কাজে যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করবে না।

কিন্তু তবুও বিবিন্ন জায়গা থেকে নারীদের ওপর চড়াও হওয়ার খবর আসছে।

বেশিরভাগ কর্মক্ষেত্রে ও শিক্ষাপ্রতিষ্ঠানে নারীদের আলাদা কাজ করার নির্দেশ দিয়েছে তালেবান। আর এ কারণে অনেক পরিবার তাদের নারী সদস্যদের বাইরে বা কাজে যেতে  দিতে ভয় পাচ্ছেন।

তালেবান কোনো নারী অধিকারকর্মীকে গুম বা আটক করার কথা অস্বীকার করেছে।

তবে তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন,  যদি কেউ আইন ভঙ্গ করে সভা সমাবেশ করে তাহলে সে সব ব্যক্তিদের গ্রেফতার বা আটক করার অধিকার তাদের আছে।

সূত্র: ডেইলি সাবাহ

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম