Logo
Logo
×

আন্তর্জাতিক

বাধ্যতামূলক টিকা আইন কার্যকর করল অস্ট্রিয়া 

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২২, ০৪:০৩ এএম

বাধ্যতামূলক টিকা আইন কার্যকর করল অস্ট্রিয়া 

ছবি: সংগৃহীত

টিকা নেওয়ার বাধ্যতামূলক আইন কার্যকর করেছে অস্ট্রিয়া। আজ থেকে এই আইন কার্যকার হবে। দেশটিতে ১৮ বছরের উপরে যাদের বয়স তারা টিকা না নিলে বড় অংকের জরিমানার মুখোমুখি হবে। 

ইউরোপীয় ইউনিয়নভুক্ত কোনো দেশে এটি একটি নজিরবিহীন পদক্ষেপ।

এএফপির খবরে বলা হয়, অস্ট্রিয়ার পার্লামেন্টে গত ২০ জানুয়ারি এই প্রস্তাব পাশ হয়। পরে প্রেসিডেন্ট আলেকজান্ডার ভ্যান দার বেলেনের স্বাক্ষরের মধ্য দিয়ে এটি আইনে পরিণত হয়।

প্রতিবেদনে বলা হয়, সমালোচনা সত্ত্বেও সরকার এই আইন প্রয়োগের উদ্যোগ নিয়েছে। নতুন এই কঠোর আইনের বিরুদ্ধে প্রচারণাকারী ম্যানুয়েল ক্রুটগার্টনার বলেছেন, ইউরোপের আর কোনো দেশেই বাধ্যতামূলক ভ্যাকসিন নীতি চালু নেই। 

জামার্নীতে এ উদ্যোগ নিয়েও রাজনৈতিক মতবিরোধের কারণে শেষ পর্যন্ত তারা আর কার্যকার করতে পারেনি।

প্রতিবেদনে আরও বলা হয়, অস্ট্রিয়ায় টিকা না নিলে কেহ রেস্টুরেন্ট, স্টেডিয়াম ও সাংস্কৃতিক ভেনুসমূহে যেতে পারছে না। নতুন আইনের কারণে তাদেরকে জরিমানাও গুণতে হবে। জরিমানার পরিমাণ ৬৯০ থেকে ৪ হাজার ১০০ ডলার পর্যন্ত হতে পারে। তবে শর্ত হলো দুসপ্তাহের মধ্যে টিকা নিলে তাদের আর জরিমানা দেওয়া লাগবে না।

এদিকে এই আইনের বিরুদ্ধে অস্ট্রিয়ার রাস্তায় হাজার হাজার লোক বিক্ষোভ করেছে। তারা এই আইনকে কঠোর বলে দাবি করেছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম