Logo
Logo
×

আন্তর্জাতিক

৬০০ টাকায় কেনা কাঠের চেয়ার বিক্রি হলো ১৮ লাখে

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২২, ১১:৪৫ এএম

৬০০ টাকায় কেনা কাঠের চেয়ার বিক্রি হলো ১৮ লাখে

রাতারাতি ভাগ্য বদল বলে যে কথা প্রচলিত আছে, সেটিই যেন ফের প্রমাণ করলেন এই নারী। পুরোনো জিনিসপত্রের দোকান থেকে মাত্র ৫ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০০ টাকা) দিয়ে একটি কাঠের চেয়ার কিনেছিলেন তিনি। নিলামে সেই চেয়ারই বিক্রি করেছেন ১৬ হাজার ২৫০ মার্কিন ডলারে (বাংলাদেশি মুদ্রায় ১৮ লাখের বেশি)। 

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মিরর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

যুক্তরাজ্যের পূর্ব সাসেক্সের ব্রাইটনের একটি দোকান থেকে চেয়ারটি কেনেন তিনি। তবে তিনি চেয়ারটির মূল্য সম্পর্কে জানাতেন না। এ ব্যাপারে বিশেষজ্ঞ একজন তাকে জানান, অস্ট্রিয়ার ভিয়েনায় অ্যাভান্ট-গার্ড আর্ট স্কুলের চেয়ারটি ২০ শতকে তৈরি। 

বিখ্যাত অস্ট্রিয়ান চিত্রশিল্পী কোলোম্যান মোসার ১৯০২ সালে চেয়ারটির নকশা করেন। মোসার ভিয়েনার বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের একজন শিল্পী ছিলেন। প্রথাগত শৈল্পিক শৈলীকে প্রত্যাখ্যান করেছিল তিনি। 

চেয়ারটি হল ১৮ শতকের ঐতিহ্যবাহী পেছনে খাড়া হেলান দেওয়া চেয়ারের একটি আধুনিক সংস্করণ। 

এসেক্সের স্টানস্টেড মাউন্টফিচেটের সোর্ডার্সে নিলামে চেয়ারটি বিক্রি করা হয়। এক অস্ট্রেলিয়ান ডিলার চেয়ারটি কিনে নেন। 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম