Logo
Logo
×

আন্তর্জাতিক

সাতদিন ধরে চলল রাজকুমারীর ‘রূপকথার’ বিয়ের অনুষ্ঠান (ভিডিও)

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২২, ০৯:২১ পিএম

সাতদিন ধরে চলল রাজকুমারীর ‘রূপকথার’ বিয়ের অনুষ্ঠান (ভিডিও)

ছবি : সংগৃহীত

রূপকথার পাতা থেকে উঠে আসা গল্পের মতোই রাজকীয় আয়োজন করা হয়েছিল ব্রুনাইয়ে সুলতান হাসানাল বলকিয়াহর মেয়ে রাজকুমারী ফাদজিলাহ লুবাবুল বলকিয়া সঙ্গে  ইয়াং মুলিয়া আওয়াং আবদুল্লাহ নাবিল মাহমুদ আল-হাশিমির বিয়ের অনুষ্ঠানের। সাতদিন ধরে চলা সেই অনুষ্ঠানে ছিল না জাঁকজমকের কোনো কমতি। 

ইয়াং মুলিয়া আওয়াং আবদুল্লাহ নাবিল মাহমুদ আল-হাশিমির সঙ্গে রাজকুমারী ফাদজিলাহর রাজকীয় বিয়ের অনুষ্ঠান শুরু হয় ১৬ জানুয়ারি। 

বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হয় সুলতান হাসানাল বলকিয়াহর বাসভবন ইস্তানা নুরুল ইমানে। ১,৭০০ বিশিষ্ট ইস্তানা নুরুল ইমান বিশ্বের অন্যতম বৃহত্তম এই প্রাসাদ হিসেবে পরিচিতি। 

গত বছর ডিসেম্বরে এই বিয়ের খবর ঘোষণা করা হয়। এই বিয়েতে ফ্যাশন এবং জাঁকজমকের বেশ কিছু অসামান্য নির্দশন চোখে পড়েছে। 

সাতদিন ব্যাপী এই অনুষ্ঠানে রাজকুমারী ফাদজিলাহর পরিহিত নানা পোশাকের মধ্যে বিশেষভাবে নজর কেড়েছে লাল রঙের একটি পোশাক। সঙ্গে ছিল দারুণ গয়না। 

অনুষ্ঠানের আরেকটি দিন বর-কনেকে সাদা পোশাক পরতে দেখা গেছে। ওই পোশাকের সঙ্গে হীরার তৈরি মুকুট পরেছিলেন রাজকুমারী ফাদজিলাহ। ওই অনুষ্ঠানের ছবিতে কনের পাশে বরকে তার পোষা বিড়াল নিয়ে ছবি তুলতে দেখা গেছে। 

২৩ জানুয়ারি  সপ্তাহব্যাপী বিবাহ উৎসবের শেষ দিন রাজকুমারী ছয়টি পান্না সমন্বিত আরেকটি মুকুট পরেছিলেন।

যুবরাজ মাতিনের বড় বোন রাজকুমারী ফাদজিলাহ অবশ্য ‘ক্রীড়াবিদ রাজকুমারী হিসেবেও পরিচিতি। কারণ ব্রুনাইয়ের জাতীয় নেটবল টিমের অধিনায়ক তিনি। কিংস্টন ইউনিভার্সিটিতে স্নাতক শেষে হাল্ট ইন্টারন্যাশনাল বিজনেস স্কুল থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন তিনি। 


 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম