Logo
Logo
×

আন্তর্জাতিক

কমলা হ্যারিস ২০২৪ সালেও বাইডেনের রানিংমেট হচ্ছেন!

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২২, ০১:২৭ পিএম

কমলা হ্যারিস ২০২৪ সালেও বাইডেনের রানিংমেট হচ্ছেন!

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ২০২৪ সালের নির্বাচনেও তার রানিংমেট হবেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

বুধবার এক সংবাদ সম্মেলনে জো বাইডেন এ ঘোষণা দেন। বাইডেন সরকারের মেয়াদ এক বছর পূর্তি উপলক্ষ্যে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। খবর এনডিটিভির।
 
৭৯ বছর বয়সি বাইডেন বলেন, যদি ২০২৪ সালে আমি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আমি প্রার্থ হই, তা হলে কমলা হ্যারিসই আমার রানিংমেট হবেন।  

তবে গত বছরের ডিসেম্বরে কমলা বলেছিলেন— আসন্ন মার্কিন নির্বাচনে আমি বাইডেনের রানিংমেট হব কিনা, এ ব্যাপারে এখনও প্রেসিডেন্টের সঙ্গে আমার আলোচনা হয়নি।

ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে কমলা এ কথা বলেছিলেন। তিনি আরও বলেন, আসলে বিষয়টি নিয়ে আমি এখনও ভাবিনি।

ইতিহাস সৃষ্টি করে যুক্তরাষ্ট্রে প্রথম কৃষ্ণাঙ্গ নারী ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন কমলা হ্যারিস।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম