Logo
Logo
×

আন্তর্জাতিক

যেভাবে ভেস্তে গেল প্রকাশ্যে অপহরণ চেষ্টা (ভিডিও)

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২২, ০৭:১২ এএম

যেভাবে ভেস্তে গেল প্রকাশ্যে অপহরণ চেষ্টা (ভিডিও)

প্রকাশ্যে ব্যস্ত রাস্তায় মানুষজনের মধ্যেই এক যুবককে অপহরণ করে নিয়ে যাচ্ছিল একদল দুর্বৃত্ত। সবাই দাঁড়িয়ে ওই ঘটনা দেখছিল। তবে কেউ ওই যুবককে বাঁচাতে এগিয়ে না এলেও অপহরণকারীদের ওপর ঝাঁপিয়ে পড়ে একটি কুকুর। এতে ভেস্তে যায় অপহরণ চেষ্টা। 

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

মধ্যপ্রদেশের গ্বালিয়রের অশোক নগর এলাকার এই ঘটনা ঘটে বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে। পুরো ঘটনাই ধরা পড়েছে সিসিটিভিতে। 

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ব্যস্ত রাস্তার পাশে একটি বাড়ির সামনে সাদা রঙের একটা মারুতি ভ্যান এসে দাঁড়ায়। দরজা খুলে গাড়ি থেকে পাঁচ জন নামেন। ভ্যান থেকে নেমেই তারা ওই বাড়ির মধ্যে ঢোকেন। এ সময় ভ্যানটি বাড়ি থেকে কিছুটা এগিয়ে দাঁড়াতে দেখা যায়। কয়েক সেকেন্ড পরই বাড়ির ভেতর থেকে এক যুবককে মারধর করতে করতে গাড়ির কাছে টেনে নিয়ে আনেন ওই পাঁচ যুবক। 

এদিকে, ততক্ষণে রাস্তায় ভিড় জমে যায়। তার মধ্যেই যুবককে জোর করে গাড়িতে তোলার চেষ্টা করছিল দুর্বৃত্তরা। এ সময় হঠাৎ একটি জার্মান শেপার্ড হামলাকারীদের ওপর ঝাঁপিয়ে পড়ে।

কুকুরটি ওই যুবকের বলে জানা গেছে। মালিক বিপদে পড়েছে আঁচ করতে পেরে হামলাকারীদের বাধা দেওয়ার চেষ্টা করে সে। বাধা পেয়ে শেষমেশ দুর্বৃত্তরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। 

বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানিয়েছে, ওই যুবকের নাম নীতিন। দুর্বৃত্তরা যখন এসেছিল তখন নীতিন বাড়িতে একাই ছিলেন। নীতিনের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এর পরই নীতিনকে অপহরণের চেষ্টা করে তারা। 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম