Logo
Logo
×

আন্তর্জাতিক

নারী মন্ত্রীর সংবাদ সম্মেলনে মাকড়সার হানা, অতঃপর…(ভিডিও)

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২১, ০৫:৫৮ পিএম

নারী মন্ত্রীর সংবাদ সম্মেলনে মাকড়সার হানা, অতঃপর…(ভিডিও)

করোনা পরিস্থিতি নিয়ে খোলা জায়গায় সংবাদ সম্মেলন করছিলেন অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী ইভেট ডি'আথওয়াস। এমন সময় হঠাৎ সেখানে এসে হানা দেয় এক বিশাল মাকড়সা।

মাকড়সা দেখে মন্ত্রীর প্রতিক্রিয়ার এক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

ওই প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্যের করোনা নিষেধাজ্ঞা ও টিকাকরণ পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করছিলেন স্বাস্থ্যমন্ত্রী ইভেট। এ সময় একজন তার ডায়াসের পর একটি বড় মাকড়সা দেখতে পেয়ে ইভেটকে জানান।

এ সময় ইভেট বলেন, কেউ কি দয়া করে এই মাকড়সাটা সরিয়ে দিতে পারবেন।

প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জন জেরার্ড কিছু কাগজ দিয়ে মাকড়সাটিকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু কর্মকর্তারা পরে সেটিকে  খুঁজে পাননি। 

এ সময় মন্ত্রী কৌতুক করে বলেন, আমি কতটা নিয়ন্ত্রণ রাখতে পারি সেটাই দেখার বিষয়। আমি মাকড়সা একদম পছন্দ করি না। কিন্তু আমি কথা চালিয়ে যাব। যদি এটা আমার মুখের আশেপাশে আসে, আমাকে জানাবেন।

এরপর মন্ত্রীর পায়ের কাছে মাকড়সাটিকে দেখা গেলেও শেষ পর্যন্ত সেটি সরে যায়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম