যেসব শর্তে বিদেশিদের নাগরিকত্ব দেবে সৌদি আরব
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২১, ১২:২৭ এএম
ছবি: সংগৃহীত
বিদেশিদের নাগরিকত্ব দিতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। বৃহস্পতিবার এক রাজকীয় ফরমানে এই অনুমোদন দেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। খবর সৌদি গেজেটের।
প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে পারদর্শী বিদেশিদের নাগরিকত্ব দেবে সৌদি আরব। চিকিৎসা, আইন, বিজ্ঞান ও প্রযুক্তি, সংস্কৃতি, খেলাধুলায় বিশেষ দক্ষতাসম্পন্ন ও মেধাবীদের এই নাগরিকত্ব দেওয়া হবে।
শর্তে বলা হয়েছে, মা-বাবা উভয়েই যদি সৌদির নাগরিক হন এবং তাদের শিশু বাইরের কোনো দেশে জন্ম নিলে সে সৌদির নাগরিকত্ব পাবে।
এছাড়া দক্ষ ও পারদর্শীদের আকৃষ্ট করতে নাগরিকত্ব দিতে চায় দেশটি। তাদের মেধা দেশের কাজে লাগাতে চায়।
সৌদি গেজেটের খবরে বলা হয়, যাদের নাগরিকত্ব দেওয়া হবে, তাদের মেধা সৌদি আরবের বিভিন্ন উন্নয়নকাজে লাগানোর আশা কর্তৃপক্ষের।
তবে সীমিতসংখ্যক পেশাজীবীদের এ সুযোগ দেওয়া হবে।
আবেদনের নিয়মের বলা হয়েছে, আবেদনকারী বা তার আইনি প্রতিনিধি সৌদি আরবের সিভিল অ্যাফেয়ার্স বিভাগে আবেদন করতে পারবেন।
আবেদনগুলো যাচাই-বাছাই করবে দেশটির সিভিল অ্যাফেয়ার্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এজেন্সি৷
আবেদনকারীকে অবশ্যই বৈধ উপায়ে সৌদিতে প্রবেশ করতে হবে এবং একটি বৈধ পাসপোর্ট ধারণ করতে হবে, যার মাধ্যমে তিনি কোনো বিধিনিষেধ বা শর্ত ছাড়াই তার নিজ দেশে ফিরতে পারবেন।
নিজ খরচে দেশটির বসবাসের অনুমতি বা রেসিডেন্সি পারমিটের আওতায় অন্তত ১০ বছর সৌদি আরবে থাকতে হবে।
দেশের জন্য প্রয়োজনীয় একটি পেশায় কাজ করতে হবে।
ঘোষণার পর প্রথম দিনেই নাগরিকত্ব পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মুখতার আলম শিকদার। তিনি মক্কায় কাবাঘরের গিলাফ প্রস্ততকারক প্রতিষ্ঠানে ২০ বছর ধরে প্রধান ক্যালিগ্রাফার হিসেবে কাজ করছেন।