জার্মানিতে দূতাবাসের সামনে রুশ কূটনীতিকের লাশ ঘিরে রহস্য
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২১, ০১:২৮ পিএম
জার্মানির রাজধানী বার্লিনে রুশ দূতাবাসের সামনে দেশটির এক কূটনীতিকের লাশ ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। জার্মান নিরাপত্তা সংস্থার ধারণা নিহত কূটনীতিক রাশিয়ার এফএসবি গোয়েন্দা সংস্থার একজন আন্ডারকভার এজেন্ট। তবে রাশিয়া নিহত কূটনীতিকের পরিচয় এবং তিনি কিভাবে মারা গিয়েছেন সে ব্যাপারে বিস্তারিত জানায়নি।
জার্মান গণমাধ্যম দের স্পিগেলের বরাত দিয়ে বিবিসি শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে, চলতি বছরের ১৯ অক্টোবর দূতাবাসের সামনের ফুটপাত থেকে ৩৫ বছর বয়সী ওই কূটনীতিকের লাশ উদ্ধার করা হয়। উপর তলা থেকে নিচে পড়ে যান। তবে তার মৃত্যুর কারণ এবং কিভাবে তিনি পড়ে গেছেন তা জানা যায়নি।রুশ দূতাবাস তার ময়নাতদন্ত করাতেও রাজি হয়নি।
রুশ দূতাবাস ওই কূটনীতিকের মৃত্যুর ঘটনাকে ‘দুঃখজনক ঘটনা’ হিবেসে অভিহিত করেছে। তবে রুশ দূতাবাসের তরফ থেকে ওই কূটনীতিকের নাম জানানো হয়নি।
জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় ওই কূটনীতিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি। এমনকি শুক্রবার প্রথমবার সামনে আসা ওই ঘটনার ব্যাপারে বার্লিন পুলিশও প্রকাশ্যে মুখ খোলেনি।
ওই যুবক রুশ দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি ছিলেন বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে।
বেলিংক্যাট নামে একটি ওয়েবসাইটে দাবি করা হয়েছে, নিহত যুবক রাশিয়ার এফএসবি গোয়েন্দা সংস্থার উপ পরিচালকের ছেলে।