Logo
Logo
×

আন্তর্জাতিক

কাশ্মীর নিয়ে আমাদের মাথাব্যথা নেই: তালেবান 

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২১, ০৯:০৭ এএম

কাশ্মীর নিয়ে আমাদের মাথাব্যথা নেই: তালেবান 

তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। ছবি: পিটিআই।

কাশ্মীর নিয়ে তালেবানের কোনো মাথাব্যথা নেই বলে মন্তব্য করেছেন বাহিনীটির মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। 

মঙ্গলবার রাতে কাবুলে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন বলে আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে। 

তালেবান মুখপাত্র বলেন, কাশ্মীর দ্বিপাক্ষিক এবং অভ্যন্তরীণ বিষয়। কাশ্মীরে আমাদের কোনো নজর নেই।

জাবিহুল্লাহ ‘দুপক্ষ’ বলে ভারত এবং পাকিস্তানকেই বোঝাতে চেয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

তিনি বলেন, আমরা এখন কারো সঙ্গে শত্রুতার সম্পর্ক তৈরি করতে চাই না। 

এর আগে আফগানিস্তানে সৈন্য পাঠালে ফল ভালো হবে না বলে ভারতকে হুশিয়ারি দিয়েছিল তালেবান। তবে কাবুল দখলের পর সরাসরি ভারতকে অবস্থান পাল্টানোর পরামর্শ দেয় তালেবান।

বাহিনীটি জানায়, দেশ ছেড়ে পালিয়ে যাওয়া প্রেসিডেন্ট আশরাফ ঘানির সরকারের সঙ্গে যে সখ্য ছিল, তালেবানের সঙ্গেও তেমন সুসম্পর্ক বজায় রাখলে ভারত এবং আফগানিস্তান, দুই দেশের পক্ষেই তা মঙ্গলজনক।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম