Logo
Logo
×

আন্তর্জাতিক

মুসলিমদের হয়রানির অভিযোগ তদন্ত করবে কানাডা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২১, ১১:৪৭ এএম

মুসলিমদের হয়রানির অভিযোগ তদন্ত করবে কানাডা

কানাডায় সংখ্যালঘু মুসলিমদের নানাভাবে হয়রানির যে অভিযোগ উঠেছে, তা তদন্ত করবে বলে ঘোষণা দিয়েছে দেশটির সরকার।
 
কানাডা রেভিনিউ এজেন্সির (সিআরএ) ন্যায়পাল মুসলিমসহ অন্য সংখ্যালঘু সম্প্রদায়ের করা অভিযোগ তদন্ত করবে বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সম্প্রতি এ তথ্য জানিয়েছে। খবর ডেইলির সাবাহর।
 
কানাডা রেভিনিউ এজেন্সির (সিআরএ) ন্যায়পাল ফ্রাংকোইস বইলিয়াও বলেছেন, ধর্মীয় ও বর্ণবৈষম্যমূলক অভিযোগগুলো নিয়ে তিনি উদ্বিগ্ন। এসব বিষয়ে কথা বলার জন্য তিনি মুসলিমসহ অন্যান্য ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করবেন।

তিনি বলেন, এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের উচিত সংশ্লিষ্টদের কাছ থেকে বিস্তারিত শুনে নেওয়া।

ন্যায়পালের কার্যালয় থেকে মুসলিমসহ অভিযোগকারী সম্প্রদায়ের নেতাদের কাছে চিঠি পাঠানো হবে।

২০২২ সালে ১ জানুয়ারির মধ্যে এ ব্যাপারে বিস্তারিত জানাবে সিআরএ।

উল্লেখ্য, গত মাসে শতাধিক মুসলিম এনজিও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর কাছে চিঠি পাঠিয়ে বর্ণবৈষম্য দূর করার দাবি জানান।

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম