Logo
Logo
×

আন্তর্জাতিক

ইসলামধর্ম ও রাশিয়ার মুসলিমদের প্রশংসায় পুতিন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২১, ০৯:৩৬ এএম

ইসলামধর্ম ও রাশিয়ার মুসলিমদের প্রশংসায় পুতিন

ইসলামধর্ম ও রাশিয়ার মুসলিমদের ভূয়সী প্রশংসা করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

পবিত্র ইদুল আজহায় মুসলিম নেতাদের শুভেচ্ছা জানিয়ে ইসলামের শান্তির বাণী প্রচার করায় তাদের ধন্যবাদ জানান। খবর আনাদোলুর।

ইউরোপীয় দেশগুলোর মধ্যে বর্তমানে সবচেয়ে বেশি তিন কোটি মুসলমানের বসবাস রাশিয়ায়। খ্রিস্টানপ্রধান দেশটির দ্বিতীয় বৃহত্তম ধর্ম এখন ইসলাম।

ইসলামধর্মের প্রশংসা করে পুতিন বলেন, এটি শান্তির ধর্ম, এ ধর্মের অনুসারীরা ঐতিহ্যগতভাবে সুশৃঙ্খল ও রাষ্ট্রীয় নিয়মনীতির প্রতি শ্রদ্ধাশীল।

মুসলিমরা খুবই সামাজিক এবং তাদের শিষ্টাচার ও পারিবারিক বন্ধন অটুট।

পৃথক বিবৃতিতে রুশ প্রধানমন্ত্রী মিখাইল মিশুসতিনও মুসলিমদের শুভেচ্ছা জানিয়েছেন।

তিনি বলেন, রাশিয়ার মুসলিমরা নিজ দেশের মূল্যবোধকে ধারণ করে এবং দেশের অগ্রগতিতে অবদান রাখছে। এ কারণে রাশিয়ায় দিন দিন দ্যূতি ছড়াচ্ছে এবং প্রসার ঘটছে ইসলামের।

ঈদুল আজহা উপলক্ষ্যে মস্কোর মেয়র সার্গে সোবিয়ানিনও পৃথক বাণীতে মুসলিমদের শুভেচ্ছা জানান।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম