Logo
Logo
×

আন্তর্জাতিক

তুরস্কের আরও ১৩৫ বিলিয়ন ঘনমিটার গ্যাস আবিষ্কার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ জুন ২০২১, ০২:৩৭ এএম

তুরস্কের আরও ১৩৫ বিলিয়ন ঘনমিটার গ্যাস আবিষ্কার

কৃষ্ণসাগর এলাকায় তুরস্কের গ্যাস আবিষ্কারের পরিমাণ দাঁড়িয়েছে ৫৪০ বিলিয়ান ঘনমিটারে। ফাইল ছবি

কৃষ্ণসাগরে আরও ১৩৫ বিলিয়ন ঘনমিটার গ্যাস আবিষ্কার করেছে তুরস্ক। আমাসরা-১ কূপ এলাকায় আমাদের তেল-গ্যাস অনুসন্ধানকারী জাহাজ ফাতিহ এ সাফল্যে ভূমিকা রাখে। এ খবর জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি। 

খবরে বলা হয়, তুরস্কের জঙ্গুলডাক প্রদেশের এক অনুষ্ঠানে শুক্রবার  এরদোগান বলেন, ১৩৫ বিলিয়ন ঘনমিটার গ্যাস আবিষ্কার করেছে। আরও তেল-গ্যাস অনুসন্ধান চলছে। আল্লাহ চাইলে ওই অঞ্চল থেকে আরও নতুন সুখবর আসবে।

খবরে বলা হয়, কৃষ্ণসাগর এলাকায় তুরস্কের গ্যাস আবিষ্কারের পরিমাণ দাঁড়িয়েছে ৫৪০ বিলিয়ান ঘনমিটারে। 

তুরস্ক কৃষ্ণ সাগরের দক্ষিণাঞ্চলে গ্যাসের এই বিশাল মজুদ আবিষ্কার করেছে।

গত বছর তুরস্কের তেল-গ্যাস অনুসন্ধানকারী জাহাজ ফাতিহ কৃষ্ণ সাগরের পশ্চিমাঞ্চলে ৪০৫ বিলিয়ন ঘনমিটার প্রাকৃতিক গ্যাস আবিষ্কার করেছিল। এটি ছিল তুরস্কের ইতিহাসের সবচেয়ে বড় আবিষ্কার।
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম