
প্রিন্ট: ১০ এপ্রিল ২০২৫, ১২:৪০ পিএম
ইয়েমেনের নতুন সরকারের ওপর হামলার প্রতিশোধ সৌদি জোটের

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২০, ১০:৩৬ পিএম

ফাইল ছবি
আরও পড়ুন
সৌদি আরব থেকে ইয়েমেনের নতুন সরকারকে বহনকারী একটি বিমান বুধবার দেশটির আদেন বিমানবন্দরে অবতরণের পরপরই রকেট হামলার মুখে পড়ে। এতে ২৬ জন নিহত হন। এ হামলার কয়েক ঘণ্টার মধ্যেই রাতজুরে হুতি নিয়ন্ত্রিত রাজধানী সানার কয়েকটি অংশে বিমান হামলা চালায় সৌদি-আমিরাত জোট।
হুতি সমর্থিত আল মাসিরাহ টিভির বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, রাতেই জোটের পক্ষ থেকে সানা আন্তর্জাতিক বিমানবন্দর এবং হুতিদের নিয়ন্ত্রিত দুটি এলাকায় হামলা চালানো হয়। এলাকাগুলো হল- দক্ষিণ সানার সানহান জেলার রিমা হামিদ ও বনি হাশি জেলার ওয়াদি রাজম। তবে প্রতিবেদনে কোনো হতাহতের বিষয়ে জানানো হয়নি।
সানা থেকে আলজাজিরার সাংবাদিক মোহাম্মদ আল আতাব জানিয়েছেন, আটটিরও বেশি স্থানে হামলা চালানো হয়েছে।
এদিকে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস আদেন বিমানবন্দরে রক্তক্ষয়ী হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন।