Logo
Logo
×

আন্তর্জাতিক

ফরাসি পার্লামেন্টে মুসলিম 'বন্দিশিবির' করার প্রস্তাব

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২০, ০৪:১৬ এএম

ফরাসি পার্লামেন্টে মুসলিম 'বন্দিশিবির' করার প্রস্তাব

ফরাসি পার্লামেন্টে কট্টর ডানপন্থীরা মুসলিমদের চীনের উইঘুরদের মতো 'বন্দিশিবির' করার প্রস্তাব দিয়েছেন।

দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে ওই প্রস্তাব উত্থাপন করা হয়। খবর আরটিআর ওয়ার্ল্ডের।

অপরাধে জড়িতদের নয়, তথাকথিত কট্টরপন্থী মুসলিমদের ধরে এনে এসব বন্দিশিবিরে আটক রাখার কথা বলা হয়েছে ওই প্রস্তাবে।

ফরাসি ন্যাশনাল অ্যাসেম্বলিতে সাবেক কট্টর ডানপন্থী ন্যাশনাল র‌্যালির জোটভুক্ত গিলুমে পেলটিয়ার দলের এমপি মেরিয়ে লে পেন সম্প্রতি ওই প্রস্তাব আনেন।

বর্তমানে ওই এমপি লিবারেল কনজারভেটিভ পার্টিতে যোগ দিয়েছেন। তার ওই প্রস্তাবের তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির মানবাধিকারকর্মীরা।

মানবাধিকারকর্মীরা ফরাসি ওই এমপিকে বর্ণবাদী বলে আখ্যায়িত করে বলেছেন, এ বিল পার্লামেন্টে পাস হওয়া মানে হলো মানবাধিকার লঙ্ঘন।

ফ্রান্সের মুসলমানরা এ প্রস্তাবের তীব্র নিন্দা জানিয়ে বলেন, ইসলামে কোনো চরমপন্থার স্থান নেই। দেশটিতে ২২ হাজার মুসলমানকে সরকার অন্যায়ভাবে নজরদারিতে রেখেছে। 
 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম