Logo
Logo
×

আন্তর্জাতিক

কারাবাখে পেতে রাখা বোমা বিস্ফোরণে রুশ সেনা নিহত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২০, ১২:০৪ এএম

কারাবাখে পেতে রাখা বোমা বিস্ফোরণে রুশ সেনা নিহত

কারাবাখ ত্যাগের আগে আর্মেনীয় বাহিনীর পেতে রাখা স্থল মাইন বিস্ফোরণে অঞ্চলটিতে শান্তিরক্ষার কাজে নিয়োজিত এক রুশ সেনা নিহত হয়েছেন।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে শুক্রবার এ তথ্য জানানো হয়। নগোরনো- কারাবাখ অঞ্চলের শুশা শহরে ওই সেনা নিহতের ঘটনা ঘটে। খবর আনাদোলুর।

বিবৃতিতে বলা হয়, শুশান শহরে স্থল মাইন অপসারণের কাজ করার সময় বিস্ফোরণে একজন সেনা সদস্য গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রাশিয়ার আন্তর্জাতিক মাইন অ্যাকশন সেন্টারে নিয়োজিত ছিলেন তিনি । গত মাসেও কারাবাখে এক আজারি ও এক রুশ সেনা স্থল মাইন বিস্ফোরণে আহত হন।   

১৯৯১ সাল থেকে কারাবাখ অঞ্চল নিয়ে আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। গত ২৭ সেপ্টেম্বর থেকে আরবও দুই প্রতিবেশীর সঙ্গে যুদ্ধ শুরু হয়।

৪৪ দিনের যুদ্ধ শেষে গত ১০ নভেম্বর রাশিয়ার মধ্যস্ততায় দেশদুটি যুদ্ধবিরতিতে উপনিত হলে কারাবাখ ত্যাগ করে আর্মেনিয়া।

এর পর থেকে কারাবাখের ৭টি এলাকার মধ্যে দুটি এলাকায় শান্তিরক্ষায় টহল দিচ্ছে রাশিয়ার সেনাবাহিনী।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম