দুর্নীতির দায়ে অস্ট্রিয়ার সাবেক অর্থমন্ত্রীর কারাদণ্ড
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২০, ১১:২৯ পিএম
দুর্নীতির দায়ে অস্ট্রিয়ার সাবেক অর্থমন্ত্রী কার্ল হেইঞ্জ গ্রেসারকে ৮ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
ভিয়েনার একটি আদালত শুক্রবার সাবেক ওই অর্থমন্ত্রীকে দোষী বলে সাব্যস্ত করে এ রায় দেন। খবর বিবিসির।
কার্ল হেইঞ্জ গ্রেসারের বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও ভুয়া দলিল দিয়ে সরকারি সম্পত্তি বিক্রি করে দেয়ার অভিযোগ ছিল।
তার বিরুদ্ধে মারাত্মক পর্যায়ের দুর্নীতির অভিযোগ উঠায় দেশটির সরকার তার তদন্ত শুরু করে।
দুর্নীতির মাধ্যমে ৯০ লাখ ইউরো হাতিয়ে নেয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে ৮ বছরের কারাদণ্ড প্রদান করেন।
তবে সাবেক অর্থমন্ত্রী কার্ল হেইঞ্জ গ্রেসার তার বিরুদ্ধে আনা এ অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছিলেন।