Logo
Logo
×

আন্তর্জাতিক

কারাবাখের দ্বিতীয় বৃহত্তম শহর দখলমুক্ত করল আজারবাইজান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২০, ০৬:১৫ এএম

কারাবাখের দ্বিতীয় বৃহত্তম শহর দখলমুক্ত করল আজারবাইজান

ছবি: সংগৃহীত

আর্মেনীয় দখল থেকে কারাবাখের দ্বিতীয় শহর শুশা দখলমুক্ত করেছে আজারবাইজান। রোববার দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এ ঘোষণা দেন। 

জাতির উদ্দেশে ভাষণে ইলহাম বলেন, ২৮ বছর পর শুশায় আজার ডাক শোনা যাবে। 

আপার কারাবাখ অঞ্চলের একটি স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ শহর শুশা।  আজেরি প্রেসিডেন্ট বলেন, আমরা বিশ্বকে প্রমাণ করব কারাবাখ ঐতিহ্যগতভাবে আজারবাইজানের অঞ্চল। 

রাজধানী বাকুতে শহীদদের উদ্দেশে এক ভাষণে তিনি বলেন, আমরা ধারাবাহিকভাবে জয়ের দিকে এগিয়ে চলছি। যদি আর্মেনিয়ার নেতারা আমাদের দাবির সাড়া না দেয়, আমরা এর শেষ পর্যন্ত যাব।  

১৯৯২ সালের ৮মে শুশা আর্মেনিয়ার বাহিনী দখল করে।

২৭ সেপ্টেম্বর থেকে নাগোরনো-কারাবাখে নতুন করে সংঘাতে জড়ায় আজারবাইজান ও আর্মেনিয়া। সর্বশেষ যুক্তরাষ্ট্রের মধ্যাস্থতায় তৃতীয় যুদ্ধবিরতি লঙ্ঘন করে উভয় দেশ। আর্মেনীয় হামলায় এ পর্যন্ত শতাধিকের বেশি আজারবাইজানি বেসামরিক নাগরিক নিহত হয়। 

আন্তর্জাতিকভাবে নাগোরনো-কারাবাখ আজারবাইজানের অঞ্চল। সেখানে আর্মেনীয় নৃগোষ্ঠী দখলে রেখেছে। ১৯৯০ এর দশকে সাবেক সোভিয়েত ইউনিয়নের দুই দেশের মধ্যে যুদ্ধে ৩০ হাজারের বেশি মানুষ নিহত হয়।  

ইয়েনি শাফাক

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম