Logo
Logo
×

আন্তর্জাতিক

ইসরাইল নিয়ে মন্তব্য করা ইরানি অ্যাকাউন্ট বন্ধ করল ফেসবুক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২০, ০৪:২৭ এএম

ইসরাইল নিয়ে মন্তব্য করা ইরানি অ্যাকাউন্ট বন্ধ করল ফেসবুক

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে চলা বিক্ষোভ নিয়ে পোস্ট করা ইরানি অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে ফেসবুক।

সামাজিক যোগাযোগ মাধ্যমটি জানিয়েছে, ইরানের বেশ কিছু ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট তারা বন্ধ করে দিয়েছেন। খবর আরব নিউজের।

ফেসবুকের দাবি, এ সব অ্যাকাউন্ট থেকে পাঠানো নানা কমেন্ট ইসরাইলের বিক্ষোভকে আরও উসকে দেয়া হচ্ছিল।

এ ধরণের কর্মকাণ্ড তাদের নীতিমালার পরিপন্থী বলেও উল্লেখ করা হয়।  

বৃহস্পতিবার ফেসবুকের মাসিক প্রতিবেদন প্রকাশ করার পর ইরানে অ্যাকাউন্ট বন্ধের বিষয়টি জানা যায়।
   
এতে উল্লেখ করা হয়, ইরাক ও ইসরাইলের বিক্ষোভ নিয়ে আরবি ও হিব্রু ভাষায় করা ইরানের ১২টি ফেসবুক অ্যাকাউন্ট, দুটি ফেসবুক এবং ৩০৭টি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম