ছবি-সংগৃহীত
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে দুজন নিহত হয়েছেন।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বৌবাজার এলাকার গণেশচন্দ্র অ্যাভিনিউয়ের একটি আবাসিক ভবনে আগুন লাগে।
ভবনটির নীচতলায় আগুন লাগায় অনেকেই আটকা পড়েছিলেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন এবং আটকাপড়াদের উদ্ধার করেন।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, আগুনে ১২ বছরের এক কিশোর ও এক বৃদ্ধা মারা গেছেন। আগুন লাগার পর ভয়ে চারতলা থেকে লাফ দেয় ওই কিশোর।
আশঙ্কাজনক অবস্থায় কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর মারা যায় সে।
এছাড়া ভবনটির একটি শৌচাগার থেকে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসকর্মীরা। ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে ওই বৃদ্ধা মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডে ভবনটির আরও দুই বাসিন্দা দগ্ধ হয়েছেন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানিয়েছেন, ভবনটির দোতলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তবে প্রাথমিক তদন্তে শর্টসার্কিট বলে মনে করা হচ্ছে।