Logo
Logo
×

আন্তর্জাতিক

ইরানের ওপর নিষেধাজ্ঞা প্রশ্নে ইউরোপের নিষ্ক্রিয়তার অভিযোগ পম্পেওর

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২০, ০১:২৭ এএম

ইরানের ওপর নিষেধাজ্ঞা প্রশ্নে ইউরোপের নিষ্ক্রিয়তার অভিযোগ পম্পেওর

ছবি: সংগৃহীত

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও রোববার বলেছেন, ইউরোপীয় নেতারা তেহরানের বিরুদ্ধে জাতিসংঘ নিষেধাজ্ঞা পুনর্বহালে যুক্তরাষ্ট্রের একতরফা ঘোষণা প্রত্যাখ্যানের পর ইরানে অস্ত্র বিক্রি বন্ধে তারা কিছুই করেননি।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বলেছে ওয়াশিংটন চুক্তি থেকে সরে গেলেও ২০১৫ সালের যুগান্তকারী পারমাণবিক চুক্তিটি স্ন্যাপব্যাক ব্যবস্থার আওতায় নিষেধাজ্ঞা পুনরায় সক্রিয় হয়েছে।

তবে রোববার, ফ্রান্স, জার্মানি এবং ব্রিটেন একটি যৌথ বিবৃতিতে বলেছে যে, ওয়াশিংটনের উদ্দেশ্যমূলক সিদ্ধান্ত কোনও আইনি প্রভাব ফেলতে পারবে না।-খবর বাসসের

পম্পেও গত মাসে বৈরুতের একটি বিশাল বন্দরের বিস্ফোরণের কথা উল্লেখ করে বলেন, ইরান যে অস্ত্র বিক্রি করবে সেগুলো শেষ পর্যন্ত হিজবুল্লাহর হাতে পৌঁছাবে এবং লেবাননের জনগণের জীবন করুণভাবে দুর্বিসহ করে তুলবে।

ইরানের পারমাণবিক কর্মসূচি রোধে ২০১৫ সালের চুক্তি স্বাক্ষর করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য এবং জার্মানি যোগদান করলে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম