Logo
Logo
×

আন্তর্জাতিক

সারেগামাপা’য় মিকা সিং, কলকাতায় বিক্ষোভ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২০, ০৭:১৮ পিএম

সারেগামাপা’য় মিকা সিং, কলকাতায় বিক্ষোভ

বিতর্কে জড়িয়েছে ভারতের জনপ্রিয় টিভি চ্যানেল জি বাংলার রিয়ালিটি শো ‘সারেগামাপা’ -এর এবারের আসর। 

এবারের আসরে বিচারকের আসনে বসানো হয়েছে বলিউডের গায়ক মিকা সিং ও আকৃতি কাক্কারকে।

বিষয় মানতে একেবারেই নারাজ কলকাতার বাংলাবাদী সংগঠন বাংলা পক্ষ। সম্প্রতি শুটিং চলাকালে রাজারহাটের স্টুডিওর বাইরে বিক্ষোভ করেছেন সংগঠনটির সদস্যরা।

বাংলা পক্ষের লিডারশিপ কমিটির অন্যতম প্রধান কর্তা কৌশিক মাইতি ভারতের গণমাধ্যমকে বলেন, এটা কোনো অন্ধ প্রাদেশিকতা নয়।  প্রশ্নটা অন্য জায়গায়। এই শোয়ে হেমন্ত মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়দের মতো বাংলার বড় বড় শিল্পীর গানের সুর-লয়ের বিচার করবে মিকা সিং আর আকৃতি কাক্কার? তারা কি এসব শিল্পীর গান বিচারের যোগ্যতা রাখেন? আর বাংলায় কি বাংলা গানের বিচারকের অভাব? 

মিকা সিং, আকৃতি কাক্কারকে বিচারক করার প্রতিবাদে বাংলা পক্ষের এই বিক্ষোভে কলকাতার অনেক শিল্পী সমর্থন দিয়েছে।

পশ্চিমবঙ্গের জনপ্রিয় সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত আনন্দবাজার ডিজিটালকে মঙ্গলবার বলেন, বাংলা গানের যে ঐতিহ্যের শুরু রবীন্দ্রনাথ, লালনের হাত ধরে, সেখানে মিকা সিং বিচারক হয়ে আসবে! আমি ভাবতেই পারছি না।  বাংলা গানের জগতের মানুষ হিসেবে চূড়ান্ত অপমানিত বোধ করছি।

নেতিবাচক মন্তব্য করেছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী নচিকেতা চক্রবর্তীও।

একটু হতাশার সুরে তিনি জানালেন, ভারতে এমন অনেক মানুষ আছেন, যাদের মনুষ্যত্ব নেই। অথচ তাদের টিআরপি সবচেয়ে বেশি! মিকা সিং আসছেন সেই রকম টিআরপির জোরে।  বাঙালি দর্শক আজকাল গানে জাঁকজমক খোঁজেন।  তাই এবার সারেগামাপা'র মঞ্চে তারা মিকাকে দেখতে চাইছেন।  

তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা
 

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম