Logo
Logo
×

আন্তর্জাতিক

সীমান্ত খুলে দিচ্ছে ইরাক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২০, ০১:৩০ পিএম

সীমান্ত খুলে দিচ্ছে ইরাক

ব্যবসা-বাণিজ্য পুরোদমে চালু করতে সব স্থলবন্দর খুলে দিচ্ছে ইরাক। একই সঙ্গে খুলছে দেয়া হচ্ছে হোটেল-মোটেল, রেস্তোরাঁ ও ক্রীড়াঙ্গন।

দেশটির প্রধানমন্ত্রী মুসতাফা আল-খাদেমি সোমবার এ ঘোষণা দেন। খবর আরব নিউজের।

এমন সময় ইরাক সরকার সীমান্ত খুলে দেয়ার ঘোষণা দিল, যখন করোনার সংক্রমণ হঠাৎ করেই গত কয়েক দিন ধরে বেড়েছে।

প্রধানমন্ত্রী বলেছেন, হোটেলসহ অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠানকে অবশ্যই সরকারের স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে।

তবে অফিস-আদালতে অর্ধেকের বেশি কর্মী যেতে বারণ করা হয়েছে। আগামী ১২ সেপ্টেম্বর থেকে মাঠে চলবে খেলাধুলা।

ইরাকে গত শুক্রবার একদিনে রেকর্ডসংখ্যক ৫ হাজার ৩ জন করোনায় আক্রান্ত হন এবং ৭৭ জন মারা যান।

অর্থনীতি চাঙ্গা রাখতে শেষ পর্যন্ত বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো চালুর সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। এ পর্যন্ত করোনায় ৭ হাজার ৫৮৯ জন মারা গেছেন ইরাকে।

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম