কূটনীতিকদের ওপর বিধিনিষেধের জবাব দেবে চীন

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২০, ০২:৩১ পিএম

ছবি: সংগৃহীত
চীনা কূটনীতিকদের ওপর মার্কিন নতুন বিধিনিষেধের পরিস্থিতি বিবেচনায় নিয়ে পাল্টা আইনসম্মত জবাব দেয়া হবে।
বৃহস্পতিবার নিয়মিত ব্রিফিংয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং এমন দাবি করেছেন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এমন তথ্য মিলেছে।
বুধবার যুক্তরাষ্ট্র জানিয়েছে, কূটনৈতিক ভবনের বাইরে অর্ধশতাধিকের বেশি জনসমাগমের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়া কিংবা মার্কিন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যেতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিতে হবে।