Logo
Logo
×

আন্তর্জাতিক

মাঝরাতে ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের মণিপুর রাজ্য

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২০, ১০:১৭ এএম

মাঝরাতে ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের মণিপুর রাজ্য

ভারতে একের পর এক ভূমিকম্প হয়েই চলেছে। এবার মধ্যরাতে কেঁপে উঠল দেশটির মণিপুর রাজ্য। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.১।

সোমবার রাত ২টা ৩৯ মিনিটে উখরুল থেকে ৫৫ কিলোমিটার দূরে কম্পন অনুভূত হয়। 

তীব্রতা খুব একটা কম না হলেও মাঝরাত হওয়ায় ঘুমের মধ্যেই অনেকেই কম্পন টের পাননি। তবে এখনও পর্যন্ত ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর নেই।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় মাত্র এক ঘণ্টার মধ্যে তিন-তিন বার ভূমিকম্পে কেঁপে উঠেছিল মিজোরাম। ঘনঘন কম্পনের জেরে লোকজনের মধ্যে আতঙ্ক তৈরি হয়। তিনটি কম্পনই হয় মিজোরামের পূর্বাঞ্চলের চম্পাই জেলায়।

রিখটার স্কেলে সর্বনিম্ন ৩.৬ থেকে সর্বোচ্চ ৫.৩ মাত্রার কম্পন ধরা পড়ে। তবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কথা জানা যায়নি। প্রাণহানির খবরও শোনা যায়নি। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম