Logo
Logo
×

আন্তর্জাতিক

এবার যুক্তরাষ্ট্রকে জনগণের দাবির প্রতি সম্মান দেখাতে বলল চীন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২০, ১১:১৮ পিএম

এবার যুক্তরাষ্ট্রকে জনগণের দাবির প্রতি সম্মান দেখাতে বলল চীন

এবার মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়া চলমান বিক্ষোভের কথা উল্লেখ করে দেশটির জনগণের দাবি মেনে নিতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে বেইজিং।

এর আগে হংকংয়ে চীনবিরোধীদের বিক্ষোভের সময়ও একইভাবে আন্দোলনকারীদের দাবি বেইজিংকে মেনে নেয়ার পরামর্শ দিয়েছিল যুক্তরাষ্ট্র। খবর বিবিসি ও রয়টার্সের।
 
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং রোববার নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে মার্কিন সরকারের প্রতি এ আহ্বান জানান।

হুয়া চুনিং বলেন, আমেরিকার সব নাগরিকের সমঅধিকার এবং উন্নত জীবন ও জীবিকা ভোগ করার অধিকার রয়েছে।

তিনি রাজনীতি না করে আমেকিরার জনগণের জীবনমান উন্নয়নে কাজ করার জন্য মার্কিন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ড শহরে ট্রাম্প সমর্থকদের সঙ্গে বর্ণবাদবিরোধীদের সংঘর্ষে গুলিতে একজন নিহত হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা ৬০০ গাড়ির একটি বহর নিয়ে শহরে ঢোকার পর বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। বর্ণবাদবিরোধী ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনের কর্মীদের পূর্বঘোষিত প্রতিবাদ কর্মসূচি চলাকালেই সেখানে গাড়িবহর নিয়ে হাজির হন ট্রাম্প সমর্থকরা।

 

 

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম