Logo
Logo
×

আন্তর্জাতিক

৩ মাসের মেয়েকে বিক্রি করে স্মার্টফোন কিনলেন বাবা!

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২০, ১২:৩০ পিএম

৩ মাসের মেয়েকে বিক্রি করে স্মার্টফোন কিনলেন বাবা!

প্রতীকী ছবি

স্মার্টফোন ও মোটরসাইকেলের প্রতি এতোটাই আসক্তি যে, তা পেতে নিজের ৩ মাস বয়সী মেয়েকে বিক্রি করে দিলেন এক বাবা।

এমন পাষণ্ড বাবার খোঁজ মিলেছে ভারতের কর্নাটকের চিক্কাবাল্লাপুর জেলার তিনাকাল গ্রামে।

পুলিশের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম টাইমস নাউ নিউজ জানিয়েছে, তিন মাস আগে কর্ণাটকের এক কৃষকের পরিবারে জন্ম নেয় এক ফুটফুটে কন্যা সন্তান। আর সেই সন্তানকে ১ লাখ রুপিতে অন্য এক দম্পতির কাছে বিক্রি করে দেন সেই কৃষক। এরপর বিক্রির অর্থ থেকে ১৫ হাজার রুপি দিয়ে একটি স্মার্টফোন আর ৫০ হাজার রুপি দিয়ে একটি মোটরসাইকেল কেনেন সেই কৃষক।

এদিকে হতদরিদ্র পরিবারে মোটরসাইকেল ও হাতে দামী মোবাইল দেখে হতভম্ব হয় প্রতিবেশীরা। এরপর তিন মাস বয়সী শিশুকে সেই দম্পতির ঘরে না দেখে সন্দেহ হয় তাদের। প্রতিবেশীরা পুলিশে অভিযোগ দিলে বিষয়টি টের পেয়ে পালিয়ে যায় পাষণ্ড বাবা।

তবে এরইমধ্যে শিশুটিকে উদ্ধারের পর তার মাকে গ্রেফতার করেছে পুলিশ। পাষণ্ড বাবার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম