Logo
Logo
×

আন্তর্জাতিক

চীন-পাকিস্তান থাকায় রাশিয়ার সামরিক মহড়ায় ভারতের ‘না’

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২০, ১১:১৯ এএম

চীন-পাকিস্তান থাকায় রাশিয়ার সামরিক মহড়ায় ভারতের ‘না’

ছবি: সংগৃহীত

রাশিয়ার আয়োজনে বহুজাতিক সামরিক মহড়া ‘কাভকাজ ২০২০’এ অংশ নেবে ভারত। এ মহড়াতে চীন ও পাকিস্তান অংশ নেয়ার এ সিদ্ধান্ত নিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। 

দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে জানায়, রাশিয়া-ভারত কৌশলগত অংশীদার। রাশিয়ার আমন্ত্রণে অনেক আন্তর্জাতিক ইভেন্টে অংশগ্রহণ করেছে ভারত। তবে করোনাভারাস ও অন্যান্য সমস্যার কারণে ভারত সিদ্ধান্ত নিয়েছে এ বছর ‘কাভকাজ ২০২০’এ কোনো সেনা না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।  

এদিকে রাশিয়ার আয়োজিত সামরিক মহড়ায় অংশ নিচ্ছে চীন-পাকিস্তানের সেনাবাহিনী। 

পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছে, চীন ওই সামরিক মহড়ায় অংশগ্রহণ করায় ভারত তার সেনাবাহিনী পাঠাবে না। কারণ হিসেবে মন্ত্রণালয় বলছে, চীনের সঙ্গে ভারত পূর্ব লাদাখে সংঘর্ষ হয়েছে। এ ছাড়া চীনের সঙ্গে ৪ হাজার কিলোমিটার প্রকৃত নিয়ন্ত্রণ সীমানা (এলএসি) জুড়ে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। তাদের সঙ্গে বহুজাতিক সামরিক মহড়ায় অংশ নেওয়া আমাদের পক্ষে স্বাভাবিকভাবে ব্যবসা হতে পারে না।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম